ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসাহ-উদ্দীপনার মধ্যে চলছে। শিক্ষার্থীরা প্রতিকেন্দ্রে অংশগ্রহণ করছেন। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে সকাল ৬টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের শিক্ষার্থীদের ‘বিবেচনা’ করার অনুরোধ জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আল্লাহ জানেন, আমার নিয়ত সৎ ছিল, সৎ আছে এবং সৎ থাকবে। আমি পরিশ্রম করেছি, নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রতিটি ভাই-বোন জানে। তারা বিষয়টি বিবেচনায় নেবেন। সর্বোপরি, আল্লাহ সহায়।” এদিকে, নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষার্থীদের...