০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে তিউনিসিয়া। টানা তৃতীয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল আফ্রিকার দলটি। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার গিনিকে ১-০ গোলে হারায় তিউনিসিয়া। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মোহাম্মাদ বেন। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করল তিউনিসিয়া। আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নামিবিয়া। ৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে হচ্ছে এই অঞ্চলের বাছাইপর্ব। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি সুযোগ পাবে ৪৮ দলের আগামী বছরের বিশ্বকাপে। এ নিয়ে মোট ১৮টি দল ২০২৬ বিশ্বকাপের মূল...