ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপার্থী এস এম ফরহাদ। পাশাপাশি নির্বাচন কমিশন তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এস এম ফরহাদ এসব অভিযোগ করেন। ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের আগমন সবকিছু সন্তোষজনক ছিল। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই এসেছে। সবাই ভোট দিচ্ছেন যার যার মতো করে। তিনি আরও বলেন, অসঙ্গতিও লক্ষ করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিতরণের মতো ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখেছি ছাত্রদলের দিক থেকে লাইনে এসে এসে লিফলেট, কাগজ দেওয়ার ঘটনা ঘটেছে। সব কেন্দ্রেই এটা ঘটেছে। তিনি বলেন, আমরা কনসার্ন জানানোর পরেও সেটা থামানো হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং...