১৭তম এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ মঙ্গলবার রাতে। গ্রুপপর্ব দিয়ে ‘বি’ গ্রুপে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ও হংকং। এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচ হবে দুবাই ও আবুধাবিতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। প্রথম ম্যাচটি হবে আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এটা হংকংয়ের জন্য কিছুটা সুবিধা হবে। কারণ স্পিন প্রধান আফগানদের স্পিন দুবাইয়ের তুলনায় এখানে একটু কম কাজ করবে। সন্ধ্যায় আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে। ২১ বছর ধরে এশিয়া কাপ ক্রিকেট খেলা হচ্ছে। এ সময়ে হংকং মোট ১১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যার সবকটিতে হেরেছে দলটি। অন্যদিকে আফগানিস্তানের রেকর্ড তুলনামূলক ভালো। তারা ১১টি ম্যাচ জিতেছে এবং হেরেছে ৫টি ম্যাচে। সবশেষ ২০১৫ সালে এই মাঠে হংকংয়ের কাছে হেরেছিল দলটি। আফগানিস্তান মূলত...