ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অচেতন হয়ে পড়েছেন হল সংসদের স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী উবায়দুর রহমান হাসিব। মঙ্গলবার সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে এসে হটাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামেকে) নেওয়া হয়েছে। উবায়দুর রহমান হাসিব বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি হল সংসদ নির্বাচনে অমর একুশে হলের এজিএস প্রার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমের তীব্রতার কারণে তিনি অচেতন হয়ে পড়েছেন। এদিকে সকাল থেকেই...