প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬১ জন প্রার্থী পেয়েছেন 'যোগ্য' সিলমোহর। তবে ৭ জন প্রার্থীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কিছু প্রার্থীকে রাখা হয়েছে সংশোধনযোগ্য তালিকায়। রিটার্নিং অফিস জানিয়েছে, তথ্যের অসঙ্গতি বা বকেয়া থাকায় সংশোধনযোগ্য তালিকায় রাখা হয়েছে; ডিটেইন বা বকেয়া থাকা প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিস আরও জানিয়েছে, অযোগ্য প্রার্থীরা চাইলে আগামীকালই (৯ সেপ্টেম্বর) আপিল করতে পারবেন এবং একই দিনে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। যোগ্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো. আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), ইয়াছিন আল মৃদুল দেওয়ান (বাংলা), মো. মির্জন (আইন) এবং মো. জামিল রাব্বি (ভেটেরিনারি)। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো....