ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হয়েছেন বাম দল সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। তবে ভোট দিতে এসে তিনি অভিযোগ করেছেন, বড় দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তবে এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা খুবই ইতিবাচক, আমরা এখন পর্যন্ত যা দেখছি, যদি এই ধারা অব্যহত থাকে, যদি ভোটার টার্নআউট অব্যহত থাকে, তাহলে চমৎকার নির্বাচন হতে যাচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রচণ্ড স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চেয়েছিলাম। এটা অব্যহত থাকলে আমরা ভালো একটা ফলাফল দেখতে যাচ্ছি।’ ভোট গ্রহণের পরিবেশ নিয়ে তার অভিমত, বেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এরপরও যে শিক্ষার্থীরা ভোট দিতে আসেননি এখনও, তাদের প্রতিও বার্তা দিয়েছেন মেঘমল্লার। তিনি বলেন, ‘ভোটারদের জানাতে চাই, ভোটের পরিবেশ অত্যন্ত...