মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এশিয়া কাপ মাঠে গড়াতে যাচ্ছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। ৮ দলের টুর্নামেন্টটির সবচেয়ে আলোচিত ম্যাচে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়া নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, পাকিস্তানকে এশিয়া কাপসহ অন্যান্য বহুপাক্ষিক টুর্নামেন্টে বয়কট করবে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটিই জানিয়েছেন। এশিয়া কাপে গ্রপপর্বের পর আরো দুটি ম্যাচে মখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত-পাকিস্তানের। দুই দলই সুপার ফোর উঠতে পারলে সেখানে এবং ফাইনালেও দেখা হতে পারে দুই প্রতিবেশী দেশের। বিসিসিআইয়ের এই অবস্থান মূলত কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশনা ও নীতিমালার প্রতি সম্মান জানিয়ে নেয়া হয়েছে। এতে স্পষ্ট হয়, রাজনৈতিক মতভেদ থাকলেও ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ ও নিয়মকানুন মানা প্রয়োজন। দেবজিৎ সাইকিয়া...