বিপুল সংখ্যক আবাসিক-অনাবাসিক ছাত্রীর উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী উমামা ফাতেমা। টিএসসি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এই প্রার্থী বলেন, মেয়েরা অনেক স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে আসছে, এটা আসলে সত্যিই আনন্দের। আমরা মনে করেছিলাম, নারী শিক্ষার্থীরা বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীরা তাদের হয়তো ভোটার টার্নআউটটা কম হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি বলব যে, অনাবাসিক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তারা অনেক বেশি উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীরা তাদের দায়িত্বটা, তাদের ভোটের অধিকারটা সম্পর্কে সচেতন। উমামা ফাতেমা বলেন, আমরা আশা করি যে, ভালো কিছু হবে। তবে ভোটারদের লাইনটা খুবই আস্তে আস্তে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লাইন এখানে তৈরি হয়ে...