মহাকাশে শক্তিশালী অবস্থান ধরে রাখার দৌড়ে এখনো এগিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন। তবে জার্মানি এবং ভারতও এগিয়ে আসছে। পুনর্ব্যবহারযোগ্য রকেট ও কার্গো প্রযুক্তির মাধ্যমে মহাকাশে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা তাদের। মহাকাশে শক্তিশালী অবস্থান বজায় রাখার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীন এরইমধ্যে অনেকদূর এগিয়ে গেলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপ। এদিকে ভারতের কিছু প্রতিষ্ঠানও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মহাকাশে শক্ত অবস্থানে নিজেদের হাজির করার চেষ্টা করছে৷ জার্মানির অটমোস স্পেস কোম্পানিতে দেখা গেল, নিবিষ্ট মনে বিজ্ঞানীরা পরীক্ষা চালাচ্ছেন। যদিও এটি একটি সিমুলেশন। প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান এবং তার দল কয়েক বছরের চেষ্টায় স্পেস ক্যাপসুলের ডিজাইন করেছেন। ক্যাপসুলটি কার্গো নিয়ে কক্ষপথে যেতে এবং আসতে পারবে। অটমোস স্পেসের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান ক্লাউস বললেন,‘শুধু আমরাই এধরণের জিনিস তৈরি করছি বা গবেষণা করছি, বিষয়টি এমন নয়। তবে আমরা এটি সম্ভব করে তুলেছি।...