উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সাধারণ ভোটারদের পাশাপাশি ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হুইলচেয়ারে বসে আসেন ঢাবির এক শিক্ষার্থী। শাহবাগ মোড় দিয়ে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাকে সহযোগিতা করেন তার সঙ্গে আসা একজন অভিভাবক। এদিকে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ডাকসু নির্বাচন কমিশন। যারা ব্রেইল পড়তে পারেন, সেসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা করে ব্যালট বানানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধকতা আছে এমন ৩০ জনের একটি তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এই ৩০ জনের জন্য আলাদা করে ৩০ পাতার একটি বুকলেট পেপারের মতো ব্যালট পেপার করা হয়েছে। সরেজমিনে দেখা...