ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় আমাদের এজেন্টদের তালিকা ও ছবিযুক্ত কার্ড নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কিছু সংগঠন ব্যতীত আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। খায়রুল আহসান মারজান জানান, ইউল্যাব কেন্দ্রে সকাল আটটার আগে ছাত্রদলের প্যানেল থেকে পাঁচজন এজেন্ট ঢোকার সুযোগ পেলেও, ইসলামী ছাত্র আন্দোলনের একজন বৈধ কার্ডধারী এজেন্টকেও কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বরং কার্ড থাকা সত্ত্বেও তাদের বের করে দেওয়া হয়েছে। বারবার জানতে চাইলেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোনও সদুত্তর দেননি। আরো পড়ুন :হাসপাতালে নেয়া হলো অমর...