পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়! চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও। মানবচেতনার সীমা ছুঁয়ে যায় এমন অভিজ্ঞতা খুব কমই হয়—আজ আমি এক সেই মুহূর্তের সাক্ষী হলাম। রকি পর্বতমালার কোলে দাঁড়িয়ে যখন চোখ বোলালাম, তখন চোখের সামনে বিস্তীর্ণ ভিক্টোরিয়া গ্লেসিয়ার যেন এক নিখিল ক্যানভাসে সৃষ্টির মহিমা ফুটিয়ে তুলছিল। বরফের হিমবাহ, ঝলমলে হ্রদের জল, পাহাড়ের চূড়া—সবকিছু একত্রে যেন বলে, ‘দেখো, এই সৌন্দর্য তোমার, এই শান্তি তোমার।’ গ্লেসিয়ারের প্রতিটি কণা যেন কথার চেয়ে গভীর। সূর্যের আলো পড়লেই সে খেলে, নীলাভ ছায়ায় রূপান্তরিত হয়, যেন সৃষ্টিকর্তার অব্যক্ত সৌন্দর্য আমাদের সামনে আত্মপ্রকাশ করছে। মানুষের মন চঞ্চল হলেও এখানে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়—একটি ধ্রুব সত্যের সঙ্গে সংযুক্তির মতো অনুভূতি। ভিক্টোরিয়ার নামে নামকরণ হওয়া এই গ্লেসিয়ার এবং রাজকন্যা লুইসের নামে হ্রদ,...