০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশকে আনন্দময় ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাকের বলেন, ভোটের প্রচার শুরু থেকে আজকে ভোটের দিন পর্যন্ত আমরা আনন্দময় পরিবেশ উপভোগ করেছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। তারা যাকেই নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেটিই আমাদের মেনে নিতে হবে। শিক্ষার্থীদের রায়ই হবে চূড়ান্ত, এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ভোটের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আবু বাকের আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের...