বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশও নিষিদ্ধ। আগ্নেয়াস্ত্র বহনের ওপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা, যা আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বলবৎ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয়েছে শিক্ষক ভলান্টিয়ার টিম, যারা প্রতিটি হলে ভোটকেন্দ্র পরিচালনায় সহায়তা করছেন। এ সময় উপাচার্য নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের অঙ্গীকার। আমরা আশাবাদী, শিক্ষার্থীরা গণতান্ত্রিক পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।’ মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি...