মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেকে) নেয়া হয়েছে। এর আগে, এদিন সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এ নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস ধরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এর মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ের নির্বাচনও সুস্থ ধারায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট...