নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেন তাঁর ফেসবুক পোস্টে এই স্বতন্ত্র প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন, যা পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ইলিয়াস হোসেনের দাবি অনুযায়ী, শামীম হোসেন প্রাথমিকভাবে নিজেকে একজন অরাজনৈতিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করলেও, পরবর্তীতে তার বাংলাদেশ ছাত্রলীগ এবং ভারতের গবেষণা ও বিশ্লেষণ শাখা (র) এর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে কিছু ছবি দেখানো হয়েছে যেখানে শামীম হোসেনকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এর মধ্যে একটি ছবিতে তাকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আয়োজিত ছাত্রলীগের মানববন্ধনে উপস্থিত থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে তিনি ছাত্রলীগের একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও দাবি করা হয়েছে।...