নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের ভিপি (সভাপতি) প্রার্থী সাদিক কায়েম। সকাল সাড়ে ৮টায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর তিনি বলেন:“ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।” তিনি আরও বলেন, সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা যেন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। “আমরা চাই গণতন্ত্রের একটি পরিণত রূপ গড়ে উঠুক। গত ১৬ বছরে যে ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, এবার সেই ঘাটতি পূরণ হোক।” ✅ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (গণতান্ত্রিক ছাত্রসংসদ): (জিএস পদে মাহিন সরকার প্রার্থীতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছেন) এবারের...