বলিউডের কালজয়ী গান ‘ছাইয়া ছাইয়া’আজও দর্শক-শ্রোতার মনে অমলিন। শাহরুখ খান, মালাইকা অরোরা ও চলন্ত ট্রেনের সেই বিখ্যাত দৃশ্য হয়ে উঠেছিল এক অনন্য সৃষ্টি। অথচ প্রথমে এই গানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী শিল্পা শিরোদকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি সুযোগ পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, তাকে শুরুতে গানের জন্য বেছে নেওয়া হলেও পরে বাদ দেওয়া হয়। কারণ জানিয়ে বলা হয়েছিল—তিনি নাকি এই গানের জন্য “একটু বেশি মোটা”। শিল্পা বলেন,“আজকের দিনে এটাকে বলা হয় ‘বডি শেমিং’। আমি খুব হতাশ হয়েছিলাম, কারণ গান হারানোর চেয়ে বড় আক্ষেপ ছিল মণি রত্নমের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া।” ক্যারিয়ারের শীর্ষ সময়ে চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা। ব্যাংকার স্বামী রঞ্জিতের সঙ্গে লন্ডনে গিয়ে সংসার জীবন বেছে নেন তিনি। এ...