সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে উদ্বোধনের আগেই আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনাগ্রহ ও অযত্নের ছাপ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আসরের। অথচ ম্যাচের আগের দিন দুই দলের জন্য কোনো সংবাদ সম্মেলনের আয়োজন ছিল না। বরং ম্যাচের দিন সকাল ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে আট দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফলে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও হংকংয়ের ইয়াসিম মোর্তুজাকে ৩০০ কিলোমিটার ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার মাঠে নামতে হবে সন্ধ্যায়। সাধারণত ম্যাচের আগের দিনই অধিনায়কদের সংবাদ সম্মেলন হয়। এশিয়া কাপে শুরুতেই তাই দেখা গেল এক অস্বাভাবিক চিত্র। আবুধাবি স্টেডিয়ামেও নেই কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি। মরুর দেশে ক্রিকেট এমনিই এক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, আর এশিয়া কাপ আয়োজনেও চোখে পড়ছে খাপছাড়া ভাব। এদিকে...