গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ল বিশ্বকাপ বাছাইপর্বের স্টেডিয়ামেও। গতকাল সোমবার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ইসরায়েল-ইতালি ম্যাচে ইতালির সমর্থকদের ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখা যায়। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ৫-৪ গোলে জিতেছে ইতালি। এদিন ম্যাচ শুরুর আগে ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’ বাজানোর সময় ডজনখানেক ইতালীয় সমর্থক মাঠের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তারা লাল ‘স্টপ’ চিহ্ন অঙ্কিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে লেখা ছিল ‘STOP’। সমর্থকদের এই দলটি ম্যাচের প্রথমার্ধে ফ্যাসিবাদ বিরোধী একটি গানও গেয়েছিল। এটাই প্রথম নয়, গত বছর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে একই ধরনের বিক্ষোভ করেছিলেন ইতালীয় সমর্থকেরা। সেদিনও জাতীয় সংগীত চলাকালে তারা পিঠ ফিরিয়ে দাঁড়ান এবং দর্শকসারিতে ‘ইসরায়েল, ইসরায়েল’ স্লোগান উঠলে শিস ও অশোভন ভঙ্গি করেন। ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) তখন ইতালির প্রতিনিধিদের...