কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১:৩৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মৌলভীবাজার: প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় সংস্থা পরিচালিত একে বাংলা স্কুলের হল রুমে প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সিডিপির চেয়ারপারসন বিলকিস বেগম, গুড নেইবারস বাংলাদেশ প্রধান কার্যালয়ের প্রতিনিধি কর্ণেল ডি কস্তা, কমলগঞ্জ মডেল প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।এ সময় একে বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।নিউজজি/এসএম...