অপেক্ষার পালা শেষ হতে চলল। আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন ১৭তম এশিয়া কাপ। প্রায় ২০ দিনের মহাযজ্ঞ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর অনুষ্ঠিত হবে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আবুধাবি ও দুবাইয়ে হবে ম্যাচগুলো। স্থানীয় সময় অনুযায়ী, সব ম্যাচ বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়। তবে একটি ডাবল হেডা’র দিনে ম্যাচ দুটি হবে যথাক্রমে স্থানীয় সময় বিকেল ৪টা ও সন্ধ্যা ৬:৩০টায়। পেহেলগাম-কাণ্ডের পর ক্রিকেটযুদ্ধে ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে দুই চিরবৈরী পড়শির দ্বৈরথই এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ। যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেটবিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ প্রসঙ্গে প্রথমেই পাক-ভারত ম্যাচের কথা উল্লেখ করার কারণ রয়েছে।...