টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উত্তীর্ণ না হতে পারার আশঙ্কায় আছে ইতালি। এখন বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচামরার। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে খেলতে নেমে প্রায় পয়েন্ট হারাতে বসেছিল ‘আজ্জুরি’রা। তবে উত্থান–পতনের নাটকীয় এক লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে ইসরায়েলের বিপক্ষে ৫–৪ গোলের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে ইতালি। ৯ গোলের এই ম্যাচে অবশ্য ৭ গোলই করেছে ইতালি, যার মধ্যে আছে ২টি আত্মঘাতী গোলও! গতকাল রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপের ম্যাচে ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে ইসরায়েল। এই ম্যাচে ইতালি ৫৪ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নিয়ে ৭টি পোস্টে রাখতে পেরেছে। অন্যদিকে ৪৬ শতাংশ বলের দখল রাখা ইসরায়েলের ১১টি শটের মধ্যে পোস্টে ছিল ৭টি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিই হেসেছে। হাঙ্গেরির দেব্রেসেনে...