দীর্ঘদিন ধরে চশমা পরার কারণে নাকের দুই পাশে দাগ হয়ে থাকে। একসময় দাগ এতো গাঢ় হয়ে যায় যে, মেকআপ-কনসিলারে দিয়েও ঢাকা যায় না। দেখতে ভাল লাগে না। তাই বেশি গাঢ় হওয়ার আগে নাকের দুই পাশের যত্ন নিন। এক্ষেত্রে ঘরোয়া উপাদান সঠিকভাবে ব্যবহার করতে পারলে দাগ সহজেই দূর হবে। আসুন জেনে নেওয়া যাক কী কী উপাদান ব্যবহারে দাগ দূর হবে- শসার রস লাগাতে পারেন নাকের দুপাশে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং কালচে ছোপ হালকা করতে সাহায্য করবে। এছাড়া চোখের নিচে ফোলাভাব দূর করতেও শসার রস উপকারী। ত্বকের যেকোনো ধরনের কালচে দাগ দূর করতে আলুর রস বেশ উপকারী। আলু থেকে রস বের করে নাকের দুই পাশে লাগিয়ে নিন। দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস ব্যবহার করলে নাকের পাশের...