০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম লিগস কাপে আচরণবিধি ভঙ্গের বড় শাস্তি পাওয়ার পর একই খড়্গ নেমে এলো মেজর লিগ সকারের দিক থেকেও। ইন্টার মায়ামি তারকা লুইস সুয়ারেসকে মেজর লিগ সকারেও তিন ম্যাচ নিষদ্ধ করা হয়েছে। প্রতিপক্ষের দিকে থুতু নিক্ষেপ করার ঘটনায় এ নিয়ে মোট ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন সুয়ারেস। সুয়ারেস শাস্তি পেলেও সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসকে কোনো শাস্তি দেওয়া হয়নি। লিগস কাপের সেই কাণ্ডে এই দুজন যথাক্রমে দুই ম্যাচ ও তিন ম্যাচ নিষিদ্ধ হন। শনিবার শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকে কার্যকর হবে সুয়ারেসে নিষেধাজ্ঞা। খেলতে পারবেন না মঙ্গলবার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ম্যাচে, লিগস কাপে যাদের বিপক্ষে এই কাণ্ড ঘটান সুয়ারে। এরপর ২০ সেপ্টেম্বর ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ইন্টার মায়ামি।...