সাম্প্রতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে এক বিরল দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—এই তিন শক্তিধর নেতাকে একই মঞ্চে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় দেখা গেল। যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে প্রতীকী মুহূর্তের গুরুত্ব অপরিসীম। তাইতো মাত্র কয়েক মিনিটের সেই দৃশ্য বিশ্ব রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্ন উঠেছে—চীনের নেতৃত্বে কি এক নতুন অক্ষ তৈরি হচ্ছে? যদি হয়, তবে তা কতটা স্থায়ী হবে এবং বিশ্বের শক্তি-বিন্যাসে এর প্রভাব কতদূর বিস্তৃত হবে? ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য একটি বড় প্ল্যাটফর্ম। তবে এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত-চীন-রাশিয়ার সম্ভাব্য অক্ষ। এক মেরু বিশ্বব্যবস্থার ধীরে ধীরে ক্ষয়িষ্ণু অবস্থান, এই নতুন সম্ভাবনা বহু মেরু...