দেশজুড়ে মব ও গুজব সন্ত্রাসে মানুষ আজ বিভ্রান্ত, আতঙ্কিত, উদ্বিগ্ন। মব সন্ত্রাসের ভয়াবহতা আমরা প্রত্যক্ষ করছি।এসব সন্ত্রাস আমাদের আতঙ্কিত করছে। একের পর এক এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে সৃষ্টি করেছে নানা প্রশ্ন। কিন্তু গুজব সন্ত্রাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে বাতাসের মতো। আমরা যেমন বাতাসের মধ্যে থেকে বাতাস অনুভব করতে পারি না, তেমন পুরো বাংলাদেশ যেন একটা গুজবের মধ্যে বসবাস করছে। আমরা কোনটা সত্য, কোনটা গুজব তা বুঝতে পারছি না, জনগণ বিভ্রান্ত। মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার সোচ্চার। কিন্তু গুজব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার একেবারে নীরব, যার ফলে গুজব ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধির মতো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গেছে গুজবের সবচেয়ে বড় কারখানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেভাবে পারছে গুজব ছড়াচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইদানীং গুজব সন্ত্রাসের প্রধান টার্গেট হয়ে...