টানা দুই বছর প্রতিটি ক্যালেন্ডার বছরে একশ’র বেশি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ দেখাচ্ছে নতুন শক্তি—বড় শট খেলার ক্ষমতা। এত বছর ধরে যে দলকে রক্ষণাত্মক ক্রিকেটের প্রতীক ধরা হতো, সেই বাংলাদেশ এখন টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন পরিচয়ে উজ্জ্বল। ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ ইনিংসপ্রতি গড়ে ৩.৮১ ছক্কা হাঁকাত—যা ফুল মেম্বারদের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে এই গড় বেড়ে দাঁড়ায় ৫.০৮, আর ২০২৫ সালে আরও বেড়ে হয় ৭.৭৩। ২০২৪ ও ২০২৫ মিলিয়ে বাংলাদেশি ব্যাটাররা মেরেছেন ২৩৮ ছক্কা; যেখানে ২০২২ ও ২০২৩ মিলিয়ে ছিল মাত্র ১৩০। এই বিপ্লবের সামনে আছেন চার তরুণ—ওপেনার তানজিদ হাসান (২৪) ও পারভেজ হোসেন (২৩), আর মিডল-অর্ডারের জাকার আলি (২৭) ও শামিম হোসেন (২৪)। শুধু শক্তির উপর নির্ভর না করে তারা শটের বৈচিত্র্য বাড়াচ্ছেন এবং ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না। ২০২১–২৩...