দীর্ঘ সময় দোলাচলে থাকার পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। ২০২৫ এশিয়া কাপে প্রথমবার অংশ নিচ্ছে আটটি দল। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছে এই আসরকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা উঠবে আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এবারের আসরের স্বাগতিক দেশ ভারত। তবে সেটি কাগজে-কলমে। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই) পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই আসর। ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত, সেই বিষয়টি মাথায় রেখে এবারের আসর সাজানো হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ‘এ’ গ্রুপে...