জাকসু নির্বাচনের কয়েকদিন আগে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেন্জ করে হাইকোর্টে রিট করেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ — জাকসু নির্বাচনকে এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে বিতর্ক তৈরী হয়েছে। জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়। প্রাথমিক ও চূড়ান্ত ভোটার তালিকায় অমর্ত্যর নাম ছিল। প্রার্থিতা বাছাইয়ের সময়ও তিনি বাদ পড়েননি। চূড়ান্ত প্রার্থী তালিকাতেও অমর্ত্যর নাম ছিল। কিন্তু নির্বাচনের চার দিন আগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সে কারণেই অনেকেই এই সিদ্ধান্তকে ‘অস্বাভাবিক’ বলছেন। অমর্ত্যর প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কও ৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অমর্ত্যর প্রার্থিতা ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করে। তারা বলেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্রের ৮(চ) ধারা...