নাদিরদেই স্তাদিওনে হাজির হওয়া দর্শকেরা ফুটবল ম্যাচ দেখতে গিয়ে গতকাল (সোমবার) যেন এক রোলার কোস্টার রাইডের সাক্ষী হয়েছেন! স্কোরবোর্ড দেখেও সেটার কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। ইসরায়েলের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটের মধ্যে দুই দফা পিছিয়ে পড়া ইতালি একটা পর্যায়ে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। আজ্জুরিদের জয় সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে উত্তেজনার পারদ শীর্ষে তোলে ইসরায়েল। ৮৭ ও ৮৯ মিনিটে দুটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরে (৪-৪) রান বেন সিমনের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত কোনো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইসরায়েল। যোগ করা সময়ে সান্দ্রো তোনালির গোলে দর্শকদের রোলার কোস্টার রাইডের অনুভূতি দেওয়া ম্যাচটা ৫-৪ ব্যবধানে জেতে ইতালি। এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে হারার পর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল ইতালি। এ জয়ে উয়েফা অঞ্চলের বিশ্বকাপ...