ঢাকা: উৎসবমুখর পরিবেশে সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া প্রবেশে করতে দেয়া হচ্ছে না ক্যাম্পাসে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নীলক্ষেত সংলগ্ন ফটক নিরাপত্তার এমন চিত্র দেখা গেছে।দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফটকে দেয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে একপাশে অবস্থান করছে পুলিশ বাহিনীর সদস্যরা। আর অন্য পাশেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের পরিচয়পত্র (বিশ্ববিদ্যালয়ের কার্ড) দেখে অনুমতি দিচ্ছেন ভেতরে প্রবেশের।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ফটকের বিপরীত পাশে থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।এদিকে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি...