০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম গোল-পাল্টা গোলে শুরু থেকেই ম্যাচে ছড়ালো রোমাঞ্চ। শেষ দিকে দশ মিনিটের ব্যবধানে চার গোলে দেখা দিল চরম নাটকীয়তা। উত্তেজনার নানা বাঁক পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলকে হারানোর স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। হাঙ্গেরির দেব্রেসেনে সোমবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৫-৪ গোলে জিতেছে ইতালি। দুবার তারা হজম করে আত্মঘাতি গোল। দলের জয়ে জোড়া গোল করেন মোইজে কিন। হার দিয়ে বাছাই শুরুর পর টানা তিন ম্যাচ জিতল ইতালি। ম্যাচের ফল অন্য কিছু হলে টানা তৃতীয় বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়ে যেত দলটি। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ইতালি। তবে শেষ বাঁশির আগ পর্যন্ত অনিশ্চয়তা দূর হয়নি ম্যাচে। গোলের জন্য মোট ১৭টি শট নেয় বিজয়ীরা, ইসরায়েল...