ইনজুরি টাইমে সান্দ্রো টোনালির দুর্দান্ত গোলে ইসরায়েলের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বের এই রোমাঞ্চকর ম্যাচে গোল হয়েছে মোট নয়টি, শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল ফলাফল। ম্যাচের ১৬তম মিনিটে মানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে বিরতির আগে সাবেক এভারটন স্ট্রাইকার মইজে কিন সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর পেরেটজ আবার এগিয়ে দেন ইসরায়েলকে। কিন্তু মাত্র দুই মিনিট পর কিনের দ্বিতীয় গোল ইতালিকে ফিরিয়ে আনে। এরপর মাত্তেও পলিতানো এগিয়ে দেন দলকে এবং গিয়াকোমো রাসপাদোরির গোলে ৮১তম মিনিটে স্কোর দাঁড়ায় ৪-২। তবে শেষ মুহূর্তে নাটকীয়তা জমে ওঠে। ৮৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। দুই মিনিট পর পেরেটজের দ্বিতীয় গোলেই স্কোরলাইন হয়ে যায় ৪-৪। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ৯১তম মিনিটে টোনালি দূরপাল্লার শটে জালে বল পাঠিয়ে...