ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। আজ মঙ্গলবার সেই প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না, এমন সংশয় ও প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনে। তবে সব সংশয় কেটেছে। দীর্ঘ ছয় বছর পর আজ আবার নির্বাচন হচ্ছে। জুলাই গণ–অভ্যুত্থানের পর এই প্রথম দেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা গত কয়েক দিনের প্রচারে নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। ভোটাররা বলছেন, সব প্রতিশ্রুতি হয়তো পূরণ করতে পারবেন না প্রার্থীরা। কিন্তু প্রতিবছর ডাকসু নির্বাচন হলে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ছোঁয়া লাগবে। গতকাল সোমবার নির্বাচনের আগের দিন ৭ জন প্রার্থী ও ২৩ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর এই প্রতিবেদক। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা...