লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের গায়ে থুতু ছিটিয়ে কঠোর শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান সুপারস্টার লুইস সুয়ারেজ। গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপ ফাইনালে অসদাচরণের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে লিগস কাপ কর্তৃপক্ষ তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল। ৩৮ বছর বয়সী সুয়ারেজ ম্যাচ চলাকালীন সিয়াটলের কোচিং স্টাফের এক সদস্যের দিকে থুতু নিক্ষেপ করেছিলেন। এ ঘটনায় লিগস কাপ শৃঙ্খলা কমিটি তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, যা তিনি আগামী আসরে পূর্ণ করতে পারবেন। পাশাপাশি এমএলএস কর্তৃপক্ষ তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে শার্লট এফসি, সিয়াটল সাউন্ডার্স এবং ডিসি ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচগুলোতে তাকে দেখা যাবে না। সুয়ারেজের এই নিষেধাজ্ঞা ইন্টার মায়ামির জন্য কঠিন সময় বয়ে আনল। সদ্য সমাপ্ত লিগস...