দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (সিআইআইএমএ) অনুষ্ঠানে কমল হাসান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করবেন। এই ঘোষণায় ভক্তরা উল্লসিত। কারণ দীর্ঘদিন পর তামিল সিনেমার দুই সুপারস্টারকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। সিআইআইএমএ পুরস্কারে কমল হাসান তার ‘কালকি ২৮৯৮ এডি’ ছবির জন্য পুরস্কৃত হওয়ার পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা জানি না এটা কোনো অসাধারণ ঘটনা হবে কিনা। তবে দর্শক যদি এটা পছন্দ করেন আমরা খুশি হবো। আমরা চেষ্টা চালিয়ে যাব যেন দর্শকের পছন্দ হয়। অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। আমরা আলাদা ছিলাম। তবে আমরা একসাথে আসছি। আমি এবং রজনী।’ কমল হাসান আরও জানান, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। তিনি বলেন, ‘আপনারা সবাই প্রতিযোগিতার গল্প তৈরি করেছেন। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমাদের...