মাত্রা ও সূচকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের গোটা আবহটাই ভিন্ন। তারওপর ডাকসু নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিষয় নয়। নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বলা হলেও এ কেন্দ্রটির দিকে অনেকের ভর-ভরসা। সঙ্গে আগামীর অনেক বার্তাও। ডাকসু ছাড়াও জাকসু, রাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়ায় জাতীয় রাজনীতির নেতৃত্বে মেধাশূন্যতার কথা বহুল আলোচিত। এ নির্বাচনগুলো নিয়মিত হলে জয়ী-পরাজিত প্রার্থীদের পরবর্তী পারফরমেন্স হতে পারতো জাতীয় রাজনীতিতে। আমাদের জাতীয় নির্বাচন আয়োজক নির্বাচন কমিশনও নিতে পারতো কিছু অভিজ্ঞতা। জাতীয় রাজনীতির মতো আমাদের জাতীয় নির্বাচন আয়োজক কর্তৃপক্ষের মানও যে ক্রমেই অবনতি ঘটেছে, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিচারক নন, প্রশাসকও নন। তারা মূলত গবেষক। তারা কেবল ছাত্রদের গড়ে তোলেন না, শিক্ষকও তৈরি করেন। বিচারক, প্রশাসকদের পাঠ-পঠন দেন।...