২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না- এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানালেন, এ বিষয়ে মেসির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি। প্রেস কনফারেন্সে স্ক্যালোনি বলেন, এখন কিছু বলাটা ঠিক হবে না। আমিও জানি না। সবকিছু নির্ভর করবে তখনকার পরিস্থিতির উপর। মেসির সঙ্গেও আলাদা করে কথা বলিনি। তিনি যা প্রকাশ্যে বলেছেন, কেব ল সেটাই জানি। সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সময় নেবেন। নিজ দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি সবসময় বর্তমান ম্যাচে মনোযোগ দিই। ভবিষ্যত নিয়ে ভাবলে মনোযোগ নষ্ট হয়। আমাদের লক্ষ্য কালকের ম্যাচ ও সামনের প্রীতি ম্যাচগুলো। স্ক্যালোনিজানান, প্রথম দিন থেকেই তাদের উদ্দেশ্য ছিল জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলা, সতীর্থদের প্রতি সম্মান দেখানো ও সঠিক মানসিকতা বজায় রাখা। ট্রফি জয় আনন্দ বাড়ালেও দল এখনো সেই মূল্যবোধ...