নুরান পাগলা কে ছিলেন, কী বলেছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। তিনি নিজেকে ইমাম মেহেদী দাবি করেছিলেন, ইসলাম নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন, বিভ্রান্তি ছড়িয়েছিলেন—এমন অভিযোগ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ জীবিত অবস্থায় যেমনই হোক, মৃত্যুর পর তার প্রতি এমন অমানবিক আচরণ কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য? ধর্মের নামে, মতের নামে, ভিন্নতার নামে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? শিয়া-সুন্নি দ্বন্দ্ব সারা বিশ্বেই প্রকট। এই ব্রিটেনে শত-সহস্র মসজিদ কিংবা ইসলামী কালচারাল সেন্টার ছড়িয়ে আছে সারা দেশজুড়ে। এখানেও আছে শিয়াদের সুরম্য মসজিদগুলো । সম্প্রতি গিয়েছিলাম তিউনিসিয়ায়। আফ্রিকার সেই দেশটাতে দেড় হাজার বছরের পুরোনো এক ঐতিহ্যবাহী মসজিদ দেখতে গিয়েছিলাম। একটা কবরকে সেখানেও লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখা আছে- একজন নাপিতের কবর, যিনি নবী হজরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম) - এর দাড়ি মোবারক কেটেছেন...