প্রাথমিকপর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগ হতে পারে সৃজনশীল প্রজন্ম গড়ার প্রথম পদক্ষেপ। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা থেকে সংগীত শিক্ষকের পদটি বাতিল হতে খুব বেশি সময় লাগবে না। কেননা, এই সিদ্ধান্তের বিরোধিতায় যারা মাঠে নেমে পড়েছেন, তারা ক্ষমতায় না থাকলেও ক্ষমতাসীনদের ওপর ব্যাপক প্রভাব রাখেন। সংগীত শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি বাতিল হলেও মানুষের জীবন থেকে সুর সংগীতকে বিদায় করা অসম্ভব। সব দেশে, সব কালে শিশুর কথা শুরু হয় আসলে স্বরের সংগীতে। পৃথিবীর সব শিশুই প্রথমে স্পষ্ট শব্দ বা অর্থপূর্ণ বাক্য বলে না—ওরা যা বলে তা এক প্রকার ‘অবোধ্য সংগীত’, যা একইসঙ্গে হাসির মতো, কান্নার মতো, আবার মন্ত্রপাঠের মতো শোনায়। এটিই মানুষের ভাষার প্রথম ধাপ। মনোবিজ্ঞানীরা বলেন, শিশুর এই বকবকানি বা বাবলিং হলো ভাষার সার্বজনীন সুর। এটিই প্রমাণ করে,...