মেঘফাটা বা মেঘভাঙা বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানে ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন। প্রশ্ন হচ্ছে, মেঘফাটা বৃষ্টি আসলে কী?— বিশেষজ্ঞরা বলেন, ‘‘যখন কোনো নির্দিষ্ট এলাকায় অল্প সময় ধরে প্রবল বৃষ্টি হয় তাকে মেঘফাটা বৃষ্টি বলে। যার ফলে আকষ্মিক বন্যা, ভূমিধ্বস হতে পারে।’’ মেঘভাঙা বৃষ্টি শুরু হয় যেভাবেবজ্রঝড় প্রচুর আদ্র বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়। যার ফলে জলকণার বিশাল ঘন মেঘ তৈরি হয়। কিন্তু চাপের কারণে বৃষ্টি হয়ে পড়তে পারে না। যখন মেঘ আর জল ধরে রাখতে পারে না তা ফেটে যায় এবং সব জল একসঙ্গে নেমে আসে।আরো পড়ুন:ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৩০সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হলেও সক্রিয় মৌসুমি বায়ু, ঝরতে পারে বৃষ্টি ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৩০ সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হলেও সক্রিয়...