সমসাময়িক প্রজন্মের বেকারত্ব ও জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বেকার ছেলে’। লিটু শাখাওয়াতের রচনায় নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ওমর চৌধুরী। শিগগির নাটকটি দেখা যাবে ওসিএম এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।নাটকে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, রাবিনা রাফিন হিমি হাফিজ, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ফাতেমা হিরা, মাহি ইসলাম ও শামীম মোল্লা। গল্পে দেখা যাবে এক তরুণকে, যে বারবার চেষ্টা করেও চাকরি পাচ্ছে না। পরিবারের চাপ, মায়ের অভিমান আর সমাজের তির্যক কথায় ভেঙে পড়তে থাকে সে। ঠিক সে সময়ে পাশে দাঁড়ায় তার বন্ধু আবির। বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের শক্তিতে অবশেষে চাকরি পেলেও গল্পের শেষ পরিণতি হয় করুণ।নির্মাতাদের মতে, ‘বেকার ছেলে’ মূলত বর্তমান প্রজন্মের জীবনের বাস্তবতা ও বন্ধুত্বের মর্মবোধ দর্শকের সামনে তুলে ধরবে। নাটকে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, রাবিনা রাফিন হিমি হাফিজ, আনোয়ার শাহী,...