ভিএমএ এবং কনসার্ট দুটিই রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, গাগা তার শো রাত ৯টা ৩০ মিনিটে শুরু করেন। এজন্য ভিএমএ শুরুর মাত্র ১৫ মিনিট পরেই তাকে অনুষ্ঠান ছাড়তে হয়।অল্প সময়ের উপস্থিতিতেই গাগা তার বক্তব্যে শিল্পীর দায়িত্ব ও শিল্পের শক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী হওয়া মানে মানুষের আত্মাকে যুক্ত করা, তাদের স্বপ্ন দেখতে মনে করিয়ে দেওয়া এবং হাসি, কান্না, নাচ কিংবা উচ্ছ্বাসের মাধ্যমে কমিউনিটি তৈরি করা।’গাগা এই পুরস্কার উৎসর্গ করেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে, যিনি তার মেহেম বল অ্যালবামের একাধিক গানে কাজ করেছেন। এবারের ভিএমএ অনুষ্ঠানে গাগা, ব্রুনো মার্স, কেন্ড্রিক লামার ও রোজে শীর্ষ মনোনয়নে ছিলেন। ব্রুনো মার্স এ বছর গাগার সঙ্গে ডাই উইথ আ স্মাইল এবং রোজের সঙ্গে এপিটি গান প্রকাশ করে দারুণ সফলতা পান। দুটি গানই...