ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এমন এক ডাকসু নির্বাচন করছে, যেটি আদৌ হবে কি না, এ নিয়েই সন্দেহ ছিল। বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একটা বড় অংশ এই আট থেকে দশ দিন আগেও মনে করেছে, নির্বাচন হবে না। তবে গঠিত নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা তফসিল ঘোষণার আগে যখন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন, তখনই নিশ্চিত হয়েছেন, নির্বাচন করা সম্ভব। কারণ, ডাকসুর ব্যাপারে শিক্ষার্থীদের কোনো দ্বিমত নেই। শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের আগ্রহ ও সহযোগিতার কারণেই ডাকসু হচ্ছে। এবারের ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন অনেক কারণে ব্যতিক্রম। এত বেশি প্রার্থী ও ভোটার অতীতে কখনোই ছিল না। এক বছরের বেশি সময় ধরে ডাকসু ও অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়-প্রশাসনের দফায় দফায় আলোচনা ও সভা হয়েছে। আর গঠিত...