ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের ইতিহাসের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটের সামনে থেকে যে রাস্তাটা চলে গেছে টিএসসি’র দিক, তার দুই পাশের উঁচু গাছগুলো ঠিক কতটা পুরোনো তা জানা নেই। এই রাস্তা ধরেই শুভ্র পোশাক পরে হেঁটে গিয়েছিলেন এক দল তরুণ তরুণী। শাখা মেলে ধরে তাদের ছায়া দিয়েছিল সুউচ্চ গাছগুলো। তাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিচঢালা পথ। ষাটের দশকে যখন আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করছিল এই ভূখণ্ডের মানুষ, তখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃত্বই স্বপ্ন বোনা শুরু করে একটি স্বাধীন দেশের। নতুন দেশের পতাকা সদর্পে তুলে ধরেন তারাই। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আগে বঙ্গবন্ধুর সাথে দীর্ঘ বৈঠকে ছাত্র নেতারাই দাবি তোলেন স্বাধীনতার ঘোষণার। নব্বইয়ের গণঅভ্যুত্থানেরও কেন্দ্র ছিল এই বিশ্ববিদ্যালয়টি। তেমনি যখন ২০০৭...