দেশের বিকাশে অনেকটাই নির্ভর করে সুশিক্ষিত ও কুশলী জনবলের ওপর। তাদের মধ্যকার ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। দুনিয়াজুড়ে শিক্ষার্থীদের সংগঠনগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। ছাত্রদের দাবি আদায় করতে ছাত্র আন্দোলনের ইতিহাস বহু পুরোনো। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ছাত্ররা দেশ গড়ার কারিগর। ছাত্ররা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে অসীম ধৈর্য, মেহনত, ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে, যে কোনো ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হয়ে গড়ে তুলতে পারে একটা সুশৃঙ্খল সমাজ তথা সমৃদ্ধিশালী রাষ্ট্র। বিশ্বব্যাপী ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানকল্পে দাবিদাওয়া কর্তৃপক্ষের কাছে তুলে...