• ৫২৮৮টি বিলাসবহুল গাড়ির সন্ধান• ১৩৩৯টি গাড়ি রিটার্নে অপ্রদর্শিত• করই দেন না ৪০৯টি গাড়ির মালিক• শিগগিরই নোটিশ, প্রয়োজনে অভিযান মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য গাড়ির মালিক হওয়া অনেকটা স্বপ্নের মতো। অথচ শত কোটি টাকার বিলাসবহুল বা দামি গাড়ির মালিক হয়েও এক শ্রেণির করদাতা বছরের পর বছর সরকারকে কোটি কোটি টাকার কর থেকে বঞ্চিত করে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য যাচাই করে পাঁচ হাজার ২৮৮টি বিলাসবহুল গাড়ির সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল- সিআইসি। উচ্চমূল্যের গাড়ি ক্রয় করলেও তা গোপন করে আয়কর ফাইলে না দেখানো কিংবা রিটার্ন দাখিল না করা এমন দুই হাজার ৫৬৯টি সুনির্দিষ্ট বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে সংস্থাটির গোয়েন্দা দল। এর বেশির ভাগই উচ্চপর্যায়ের ব্যবসায়ী, রাজনীতিক, প্রভাবশালী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত।...