আরও একবার সুরের মূর্ছনা ছড়ালেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আবারও তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করলেন সবাইকে। সন্মাননা জানানোর অনুষ্ঠানটি হয়ে উঠল ভিন্ন কিছু। প্রিয় সহকর্মীদের নিয়ে মনমাতানো গল্প আর গানে গানে মধুর একটি সন্ধ্যা উপহার দিলেন গানের পাখি। গত রবিবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। অনুষ্ঠানের উপস্থাপক বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন যখন বিশেষ এই সম্মাননা গ্রহণের জন্য সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করেন, তখন অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের নিচে এবং ওপরে উপস্থিত শত শত দর্শক করতালির মধ্যদিয়ে সাবিনা ইয়াসমিনকে অভিনন্দন জানান। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের সময় সাবিনা ইয়াসমিনেরই দীর্ঘদিনের সহকর্মী খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা-সহ...